২৫ ফেব্রুয়ারি, ২০২১ ২১:৪৭

বিনামূল্যে করোনার টিকা নিবন্ধন করে দিচ্ছে ‘স্লোগান’

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিনামূল্যে করোনার টিকা নিবন্ধন করে দিচ্ছে ‘স্লোগান’

প্রযুক্তির বাইরে থাকা সাধারণ মানুষকে ভ্যাকসিন সেবার আওতায় আনতে বিনামূল্যে অনলাইনে নিবন্ধন করে দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘স্লোগান’ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন।

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে গত এক সপ্তাহ ধরেই সকাল ১০টা থেকে বিকেল ৫টা অবধি বিনামূল্যে এই কাজটি করে যাচ্ছে সংগঠনটি।

সংগঠনের মুখপাত্র নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি বলেন, আমাদের শ্লোগান হচ্ছে ‘সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ হই’। সেই সোনার মানুষ হওয়ার প্রত্যয় নিয়ে নতুন প্রজন্মের মধ্যে নৈতিকতা ও মানবিক গুণাবলীর বিকাশের মাধ্যমে সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তুলতে এবং তাদের মধ্যে মননশীলতার বিকাশ ঘটাতে কাজ করে যাচ্ছে ‘স্লোগান’।

কর্মসূচিতে ‘স্লোগান’ সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আতাউর রহমান নান্নু, ফাহিম ভুইয়া এমিল, ইশতিয়াক আল কাফি নিশান, শেখ রফিকুল ইসলাম রায়হান, সাজ্জাদুল করীম চৌধুরী, আহমেদ হৃদয় ও রায়হান প্রিন্স প্রমুখ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর