সিলেটের বিশ্বনাথে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের আয়োজনে জেলা কমিটিকে সংবর্ধনা, উপজেলা কমিটির পরিচিতি সভা ও স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরের জনতা ব্যাংকের নিচে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সম্পাদক মো. ফারুক আহমদ। প্রধান বক্তার বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য ও প্রবীণ সাংবাদিক এ এইচ এম ফিরোজ আলী।
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন উপজেলা শাখার আহবায়ক আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাগিব রাবেয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. শাহনুর হোসাইন, সংগঠনের জেলা কমিটির সভাপতি আবদুছ ছোবহান সানি, সাধারণ সম্পাদক মো. ফয়জুর রহমান ফয়েজ অ্যাডভোকেট, আইন বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহতাব, মহিলা সম্পাদক ডা. লুবনা বেগম, বিশ্বনাথ প্রেস ক্লাবের (একাংশ) সাধারণ সম্পাদক নবীন সোহেল, চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আলতাব হোসেন, শফিক আহমদ-পিয়ার।
সংবাদকর্মী দিলওয়ার হোসেন মামুনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মানাবাধিকার কর্মী আবু বক্কর। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব মিনার আলী, যুগ্ম আহবায়ক নিজামুল ইসলাম, সদস্য মাওলানা সাঈদ আহমদ, আব্দুল হক প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন