চাঁদপুরের হরিনা নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে ২টি ইঞ্জিন চালিত নৌকাসহ ১১জন জেলেকে আটক করা হয়েছে। এসয়ম ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও জাটকা জব্দ করা হয়।
শুক্রবার অভয়াশ্রম চলাকালীন সময়ে মেঘনা নদীতে আইন অমান্য করে জাটকা মাছ ধরার অপরাধে লক্ষীপুর মডেল ইউনিয়নের বহরিয়া, শ্রীরামপুর এলাকার ১১জন জেলেকে আটক করা হয়। আটক জেলেদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য বহরিয়া মাছের আড়ৎদারসহ সরকার দলীয় নামধারী নেতারা নৌ পুলিশের কাছে তদবির করেও ছাড়িয়ে নিতে ব্যর্থ হন। এনিয়ে নৌ পুলিশের সাথে দালালচক্রদের মোবাইল ফোনে বাক-বিতণ্ডা হয়।
নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, অভয়াশ্রম চলাকালীন সময়ে আইন অমান্য করে নদীতে জাটকা মাছ ধরায় ১১জন জেলেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে। জাটকা নিধনের সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।
বিডি প্রতিদিন/হিমেল