কুমিল্লার বুড়িচং উপজেলায় ভাত খাওয়ার সময় গাছ চাপা পড়ে মাটি কাটা শ্রমিক জামাল হোসেন নিহত হয়েছেন। আজ শনিবার বুড়িচং উপজেলার ইন্দ্রাবতী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক পার্শ্ববর্তী শিকারপুর গ্রামের আবদুস সাত্তারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামাল হোসেনসহ অন্যান্য শ্রমিকরা পুকুরে মাটি কাটার কাজ করছিলো। কাজের বিরতি দিয়ে পুকুরের পাড়ে একটি বড় গাছের নিচে বসে ভাত খাওয়ার সময় গাছটি তাদের উপর উপড়ে পড়ে। গাছ চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান জামাল হোসেন।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান,গাছ ছাপা পড়ে একজন শ্রমিক মারা গেছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত