২০২১ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়া অঞ্চলের অর্থনৈতিকভাবে মুক্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ।
বাংলাদেশের এ অগ্রগতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সাফল্যকে ধন্যবাদ জানিয়ে আজ শনিবার দুপুরে মাগুরা শহরে আনন্দ মিছিল করেছে মাগুরা জেলা ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তার নের্তৃত্বে শহরের জামরুল তলা দলীয় কার্যালয় থেকে এ আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত