ভালুকায় কাভার্ডভ্যান চাপায় ইমরান নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার ভরাডোবা-সাগরদিঘি আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
এঘটনায় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে দুপুর ১২টার দিকে বাঁশ দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে রাস্তা অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, উপজেলার হাতীবেড় গ্রামের হাবিবুল্লাহর শিশু ছেলে ইমরান সড়কের পাশে খেলা করার সময় ভরাডোবাগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
এ ঘটনায় এলাকায় জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা ভরাডোবা-সাগরদিঘি আঞ্চলিক সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। এতে সড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর