আলু বহনকারী ট্রলি চালানোকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের চরাঞ্চলে ককটেল হামলায় মাথার খুলি উড়েগিয়ে জালাল বেপারী (৪৮) নামের একজন নিহত হয়েছে।
শনিবার দুপুরে সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের নতুন আমঘাটা গ্রামে এই ঘটনা ঘটে। এঘটনায় অপর একযুবক গুরুতর আহত হয়েছে। তবে আহত যুবকের নাম পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শিরা জানান, শুক্রবার আলু বহনকারী ট্রলি চালানোকে কেন্দ্র করে স্থানীয় সেন্টু মেম্বার বাহিনীর খালেক শেখ, শিপন, স্বপন, দেলু, হারুন, আলমগীরের সাথে কথা কাটাকাটি হয় নিহত জালাল বেপারীর। সেই ঘটনাকে কেন্দ্র করে আজ শনিবার দুপুরে আলুর ট্রলি নামানোর সময় ককটেল হামলা চালায় সেন্টু মেম্বারের লোকজন। এসময় একটি ককটেল জালাল বেপারীর মাথায় আঘাত করে বিস্ফোরণ হয়। এতে তার মাথার খুলি উড়ে গিয়ে ঘটনাস্থলে তিনি মারা যায়। এ ঘটনায় অপর এক যুবক গুরুতর আহত হয়েছে।
নিহত জালাল বেপারী নতুন আমঘাটা গ্রামের মৃত গনি বেপারীর ছেলে। তার দুই মেয়ে ও এক পুত্র সন্তান রয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহাফুজ আফজাল জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন