বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনায় এনে দিনাজপুর জেলা করোনা প্রতিরোধ কমিটি শিল্প ও বাণিজ্য মেলার সব কার্যক্রম স্থগিত করেছে। সেই সাথে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ দিয়েছে। শনিবার বিকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্বান্ত হয়।
সভায় প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, করোনা সংক্রমনের হার উর্ধ্বমুখী হওয়ায় সর্তকতা হিসেবে বাণিজ্য মেলা করা যাবে না। স্বাস্থ্য বিভাগের সাম্প্রতিক নির্দেশনা মেনে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে।
হুইপ বলেন, স্বাস্থ্য বিভাগ থেকেও এ মুহূর্তে মেলা বা বড় ধরনের জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। জনগণের প্রতিনিধিত্ব করার স্বার্থে বাণিজ্যমেলার কার্যক্রম আপাতত স্থগিত করা হলো।
প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে কমিটির উপদেষ্টা সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন, মানুষের জীবন বড়। জীবিকা নয়। গত কয়েক দিনে করোনা আক্রান্তের হার বেড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী শুধু মেলা নয়, জনসমাগম এড়িয়ে চলতে হবে।
সভায় আরও সিদ্বান্ত হয় স্বাস্থ্য বিভাগের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিটি থানায় কোন মেলা বা জনসমাগম করা যাবে না।
এ ছাড়া বক্তব্য দেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর সিভিল সার্জন ও প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ডা. আব্দুল কুদ্দুস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, দিনাজপুরের চেম্বারের সভাপতি সুজাউর রব চৌধুরী, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ