ছাত্রদলের কেদ্রীয় সংসদ কর্তৃক দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা ও পৌর শাখার নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছেন পদবঞ্চিত ছাত্রদল নেতারা।
ফুলবাড়ী উপজেলা ছাত্রদল নেতাদের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী এই মানবন্ধন করেন পদবঞ্চিত, ত্যাগী ছাত্র নেতারা।
মানববন্ধনে ছাত্র নেতারা অনতিবিলম্বে নবগঠিত আহবায়ক কমিটি বাতিল করে প্রকৃত ছাত্রনেতাদের দ্বারা কমিটি গঠন করার দাবী জানিয়েছেন।
মানববন্ধনে ছাত্র নেতা মো: রাকিবুল ইসলাম রাকিব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্র নেতা, মো: কারুল হাসান কামেল মো: খালিদ বিন ওয়ালিদ মো: তুহিন সরকার মো: নাইমুর রহমান, মো: রিপন সরকার, প্রতিক প্রসাদ, আকাশ ইসলাম,আকিব শাহারিয়ার পলক, পাভেল, আজাদ, মোরর্শেদ রানা ও সাবেক ছাত্র নেতা সিয়াম, সামস্ প্রমুখ।
মানববন্ধনে উপজেলা ও পৌর ছাত্রদলের পদবঞ্চিত, ত্যাগী ও সাবেক ছাত্র নেতাগণ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার