আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টায় ইউনিয়ন আওয়ামী লীগের প্রায় তিন হাজার নেতাকর্মী ও জনসাধারণ নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ এর নিকট মনোনয়ন ফরম জমা দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সদস্য রায়হান কবির টিটু, ত্রিমোহনী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সারোয়ার, ইউনিয়ন আ'লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, আঃ মান্নান, সাংগঠনিক সম্পাপাদক পলাশ সরদার, রইচ উদ্দিন, দপ্তর সম্পাদক আঃ জব্বার, যুবলীগের সাধারণ সম্পাদক আঃ সালাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জমসেদ আলী, ছাত্রলীগের সভাপতি সুজন সরদার, ওয়ার্ড আ'লীগের সভাপতি, সম্পাদকসহ নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল