নারায়ণগঞ্জসহ সারা দেশে প্রাণঘাতি করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেতে শুরু করায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন মার্কেটগুলোতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরে সমবায় মার্কেটে মাস্ক পরা নিশ্চিত করতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
এসময় কমপক্ষে ১০ জন ক্রেতাকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেটবৃন্দ। জরিমানার পাশাপাশি ক্রেতাদের বিনামূল্যে মাস্কও পরিয়ে দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেটবৃন্দ। পাশাপাশি রিকশাচালক ও পথচারীদেরও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার, মাহমুদা জাহান, নাছরীন আক্তারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এসময় সমবায় মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে ক্রেতা বিক্রেতাদের মধ্যে মাস্কের ব্যবহার বাড়াতে তাগিদ দেয়ার পাশাপাশি মাইকিং করার নির্দেশনা দেন। এছাড়া মার্কেটের অভ্যন্তরে পরিস্কার পরিচ্ছন্নতা বৃদ্ধিরও নির্দেশনা দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার