১৭ মার্চ বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে নাটোরের নলডাঙ্গায় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। উপজেলার ৪৮টি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি হতে নবম শ্রেণির ১ হাজার ৮৬০ জন শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই উপহার দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন।
কিন্তু দশম শ্রেণির শিক্ষার্থীদের এ উদ্যোগের আওতা থেকে বাদ দেওয়ায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। গতকাল সোমবার দুপুরে নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের কাছে দাবি জানিয়ে আবেদন করেন। পরে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আকরামুল ইসলামের কাছে আবেদন জানান।
নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আফরিন সুলতানা মিষ্টি, সমিয়া আফরিন সন্ধ্যা, ফৌজিয়া সাহনা শুচি, সুমাইয়া আক্তার সিমা, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই পেতে সংসদ সদস্য শফিকুল ইসলামের কাছে আবেদন করেন।
সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ব্যাক্তিগত সহকারী আকরামুল ইসলাম জানান, আজ দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী আমাকে ফোন দিয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই পাওয়ার জন্য দাবি করেন। বিষয়টি নিয়ে এমপি মহোদয়ের সাথে আলোচনা করে পরবর্তীতে দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই উপহার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বিডি প্রতিদিন/আল আমীন