জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, খেলাধুলার মাধ্যমে আমরা যুব সমাজকে একটি আলোকিত পথ দেখাতে চাই। আজকের খেলোয়াড়রা আগামী দিনের জাতীয় পর্যায়ের নেতৃত্ব দিবেন। মাদককে দূরে রাখতে যুব সমাজকে খেলোধুলার বিকল্প নাই।
মঙ্গলবার বিকালে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে সারওয়ার আশফাক আহমেদ লিয়ন স্মৃতি পরিষদের আয়োজনে লিয়ন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দিনাজপুরে লিয়ন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বাংলা ট্রাক। রানার আপ হয়েছে দিনাজপুর ক্রিকেট বার্ডস। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনাজপুর ক্রিকেট বার্ডস ১৬৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ১৬৮ রান করে বিজয়ী হয় রাজশাহী বাংলা ট্রাক। রাজশাহী বাংলা ট্রাকের সাব্বির ১০২ রান করে।
দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সামিউল ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুজন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুজাউর রব চৌধুরী, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল