জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হত না। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই সত্যকে যারা মানবে না তাদের জনগণ কোন দিন ক্ষমা করবে না। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলে আজ আমরা স্বাধীন দেশে বসবাস করছি।
বুধবার দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে জাতীয় সংসদের হুইপ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বাধা সৃষ্টিকারী পাকিস্তানি প্রেতাত্বাদের স্বপ্ন পূরণ হয়নি। বাঙ্গালি আজ পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সুখী-সমৃদ্ধশালী দেশ গড়ে তুলে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরণ করবেন ইনশাল্লাহ।
এ সময় জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মাগফরুল হাসান আব্বাসী, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা আওয়ামী লীগ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
বিডি প্রতিদিন/ফারজানা