জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বগুড়ায় বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে এ দিবসের শুভ সুচনা হয়।
সকাল ৮ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো: জিয়াউল হকের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা ও পুলিশ প্রশাসন, সিআইডি পুলিশ সুপার মোহাম্মদ কাউছার সিকদারের নেতৃত্বে সিআইডি বগুড়াসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান।
পরে জিলা স্কুল মাঠে কেক কাটা শেষে শহরে জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ র্যালি বের হয়। এতে জেলা প্রশাসক মো: জিয়াউল হক, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম, জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মাফুজুল ইসলাম রাজ, সহ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করেছে জেলা আওয়ামী লীগ। সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে সকাল সোয়া ৯ টায় শহরে র্যালী বের করে জেলা আওয়ামী লীগ। র্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা আ’লীগ সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, আল রাজি জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।
বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভায় বক্তব্য রাখেন সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, আব্দুস সালাম বাবু প্রমুখ। এছাড়া জেলা পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, বাংলার মুখসহ বিভিন্ন সংগঠন কর্মসূচী পালন করেছে। দিবসটি উপলক্ষে শহরের সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার, সরকারি অফিস আলোকসজ্জা করা হয়।
বিডি প্রতিদিন / অন্তরা কবির