ফেনীতে যথাযথ মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সকালে তোপধ্বনির মধ্যদিয়ে দিনের কার্যক্রম শুরু করে জেলা প্রশসন।
জেলা প্রশাসনের আয়োজনে র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শেষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজিসহ সরকারের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে বিভন্ন শেণি পেশার লোকজন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন