রাজবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বিচার বিভাগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ করেছেন রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারকবৃন্দ।
আজ বুধবার সকাল ১১টায় রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদলত প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করে বঙ্গবন্ধু চত্বরে এসে পৌঁছায়। শোভাযাত্রায় নেতৃত্ব প্রদান করেন জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক মঈনূল ইসলাম ভূইয়াসহ অনান্য বিচারকবৃন্দ পুস্পমাল্য অর্পণ করেন।
এ সময় রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারকবৃন্দ, অনান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/ফারজানা