শেরপুরে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বুধবার ভোরে ৩১বার তোপধ্বনি, সকালে সরকারি বেসরকারি সকল অফিস আদালতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করা হয়।
পরে জেলা প্রশাসনের কার্যালয় চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী।
এ সময় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে শেরপুর পৌরসভার আয়োজনে কেক কেটে আগামি ২৬ মার্চ পর্যন্ত নানা কর্মসূচির সূচনা করেন সংদের হুইপ আতিউর রহমান আতিক ও পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এছাড়া জেলার প্রতিটি উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন