ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কেক কাটাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
এসব কর্মসূচিতে জেলা প্রশাসক জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃকিত সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার শতশত মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়া দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ১০ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
বিডি প্রতিদিন/কালাম