চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে। বুধবার সকাল সাড়ে ৯টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ জাতীয় ৪ নেতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
নাচোল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মধ্যবাজার কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল অহাবের সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়।
পরে একটি মোটরসাইকেল শোভাযাত্রা পৌর এলাকা প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল কদের।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নী, গোলাম মোস্তফা, খাইরুল ইসলাম, প্রভাষক আজিজুর রহমান ও আমিনুল ইসলাম প্রমুখ।
এর আগে জন্মশতবার্ষিকীর কেক কাটেন অতিথিরা। অন্যদিকে সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে দিবসটি উপলক্ষে বিশাল কেক কাটেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ কে এম তাজকির-উজ-জামান।
পরে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করে শহর প্রদক্ষিণ শেষে শহীদ সাটু হল এলাকায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাজকির-উজ-জামান, পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রাকিব, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, জেলা দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল আদালত, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
বিডি প্রতিদিন/এমআই