মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যেগে বিভিন্ন কর্মসুচি পালন করা হয়।
আজ বুধবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। সরকারি আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে উত্তোলন করা হয় জাতীয় পতাকা।
উপজেলা চত্বরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করে পুস্পস্তবক অর্পণ করে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এম পি।
উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, শ্রীমঙ্গল প্রেসক্লাব, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অনান্য সহযোগী ও অন্য সংঘটনের নেতৃবৃন্দ। এছাড়া সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবি সংঘটনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। সকল মসজিদ, মন্দির গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। দুপুরে হাসপাতাল, এতিমখানা ও শিশু পরিবারে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন / অন্তরা কবির