মানিকগঞ্জেও নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হচ্ছে। সকালে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসহ নানা শ্রেণি পেশার মানুষ।
পরে বিজয় মেলা মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে এবং ১০১ পাউন্ড ওজনের কেক কাটা হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে অংশ নেয়। এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল