জয়পুরহাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে।
বুধবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর মুরাল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য এ্যাড, সামছুল আলম দুদু, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মুক্তিযোদ্ধা সংসদ প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এসময় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া সব সরকারি প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হচ্ছে। বিভিন্ন মসজিদ-মন্দিরে বঙ্গবন্ধুর আত্নার শান্তি কামনা করে দোয়া করা হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ