জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জম্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় প্রথম রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নাকিব আহমেদ চৌধূরী বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুলেল শ্রদ্ধা জানান।
এ সময় ৩ বাহিনীর পক্ষ থেকে একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বেজে ওঠে সুরের মূর্ছনা। এরপর পবিত্র ফাতেহা পাঠ, বঙ্গবন্ধু, ফজিলাতুন্নেছা মুজিবসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
রাষ্ট্রীয় কর্মসূচী শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ , টুঙ্গিপাড়া পৌরসভা, ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা আওয়ামী লীগ , স্বেচ্ছাসেবক লীগ, গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গণপূর্তসহ বিভিন্ন সমাজিক, সাংস্কৃতিক, শ্রমজীবী, পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় ৩ বাহিনীর প্রধান শেখ হেলালউদ্দিন এমপি, প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এমপি, লেঃ কর্ণেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান এমপি, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল, শেখ সারহান নাছের তন্ময় এমপি, শ্রমবিষয়ক সম্পাদক হাবিুর রহমান সিরাজ, উপ দপ্তর সম্পাদক আবু ছায়েম খান, কার্যনির্বাহী কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী, আব্দুল আউয়াল শামীম, গোপালগঞ্জে জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধূরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলীখান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, সুব্রত ঠাকুর হিল্টু, পৌর মেয়র কাজী লিয়াকতআলী, শেখ তোজাম্মেল হক টুটুল, আওয়ামী লীগ নেতা এম. বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১১ টার দিকে বঙ্গবন্ধু সমাধি সৌধের পাবলিক প্লাজার বকুলতলা চত্বরে মহিলা ও শিশুবিয়ষক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত শিশু সমাবেশে সভাপতিত্ব করেন শিশু অনুশুয়া এঞ্জেল। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফজিলাতুলনেসা ইন্দ্রিরা এমপি,ঢকা বিভাগীয় কমিশনার মো.খলিলুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশুবিয়ষক মন্ত্রনালয়ের সচিব।
পরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। এরপর বঙ্গবন্ধুর সমাধিতে মানুষের ঢল নামে। সর্বস্তরের মানুষ ‘শুভ শুভ শুভদিন বঙ্গবন্ধুর জম্মদিন’ শ্লোগানে প্রিয় নেতার সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দোয়া মোনাজাত করেন। ফুলে ফুলে ছেয়ে যায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ।
রাত ১২ টা ১ মিনিটে বঙ্গবন্ধুর জম্মদিনের প্রথম প্রহরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে কেক কেটে জম্মবার্ষিকীর অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ অনুষ্ঠানে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস. এম কামাল, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃবাবুল শেখ সহপ্রশাসনের পদস্থ কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির