নিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরের গোসাইরহাটে জাটকা বিক্রয় করার সময় গোসাইরহাটের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলমগীর হুসাইন এক জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
গোসাইরহাট থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে গোসাইরহাট উপজেলার জয়নন্তিয়া নদীর পাশে ইলিশের জাটকা বিক্রয়কালে বরিশাল জেলার হিজলা উপজেল উপজেলার হরিনাথপুর ইউনিয়নের মেমানিয়া গ্রামের আ. রব খানের ছেলে মো. আসলাম খানকে (৪৭) জাটকা মাছসহ আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই জেলেকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, গোসাইরহাট মো. আলমগীর হুসাইন। উদ্ধারকৃত জাটকামাছগুলো দুস্থ ও গরীব লোকদের মাঝে বিতরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন