আলোচনা সভা, দোয়া ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশনসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে দিনাজপুরের হিলি পানামা পোর্ট লিংক লিমিটেড।
বুধবার দুপুরে হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত চক্রবর্তী নেপালের আয়োজনে হিলি আজিজিয়া মাদ্রাসার দুই শতাধিক এতিম শিক্ষার্থীদের অংশগ্রহণে দিবসটি পালন করা হয়।
এ সময় হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক, পোর্ট সহকারী ব্যবস্থাপক এসএম হায়দারসহ অনুষ্ঠানে পোর্টের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন