ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বুধবার সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে শুরু অনুষ্ঠানমালা। উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করে উপজেলা পরিষদ, থানা প্রশাসন, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, বিশ্বনাথ পল্লীবিদ্যুৎ সমিতি।
পরে সকাল ৯টায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ সম্প্রচার, সাড়ে ৯টায় শিশু-কিশোর সমাবেশ ও র্যালি, ১০টায় শিশু-কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, ১১টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলী প্রমুখ।
সভা শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুুলে দেন অতিথিরা। এছাড়া সুবিধা মতো সময়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে দোয়া ও প্রার্থনা, দুপুরে উন্নতমানের খাবার পরিবেশন, সন্ধ্যা ৭টায় বর্ণিল আতশবাজি এবং সুবিধামত সময়ে বড় পর্দায় কেন্দ্রীয় কর্মসূচি সম্প্রচারের কথা রয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষ্যে সুসজ্জিত করা হয়েছে পৌর শহরের প্রতিটি প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ
সব স্থাপনা ও বাসিয়া সেতু।
বিডি প্রতিদিন/আল আমীন