কুড়িগ্রামের রৌমারীতে বিষাক্ত সাপের কামড়ে ৫ম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। ওই ছাত্রের নাম হৃদয় হোসেন (১১)। সে উপজলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ারচর গ্রামের জিনাত আলীর ছেলে। বুধবার দুপুরের দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। হৃদয় হোসেন পার্শ্ববর্তী কাউয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
এলাকাবাসীরা জানান, বুধবার দুপুরে দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে অন্য শিশুদের সাথে খেলতে যায় হৃদয় হোসেন। সেখানে তার অজান্তে একটি বিষধর সাপ তাকে কামড় দিলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আরিফ হোসেন বলেন, শিশুটিকে বিষাক্ত সাপ কামড় দিলে হাসপাতাল আসার আগেই তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/আল আমীন