খাগড়াছড়ি পার্বত্য জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে টাউন হল চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মো. আব্দুল আজিজ, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী।
এছাড়া জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি দপ্তর এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকালে দলীয় কার্যালয়ে কোরানখানি, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দিনটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইন্সটিটিউট বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করে। জেলা প্রশাসনের উদ্যোগে গৃহহীন ও দুঃস্থ পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর