গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে গোপালগঞ্জ পৌরপার্কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১২ দিনব্যাপী ১০০ ছবি প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেল ৩টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, গোপালগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান,উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, পুলিশ সুপার আয়শা সিদ্দিকা, পৌর মেয়র কাজী লিয়াকত আলী।
গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী বলেন, নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে এই দুর্লভ ছবিগুলো কিছু নতুন বার্তা দেবে। ছবি প্রদর্শনী সকলের জন্য ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত উন্মুক্ত থাকবে।
বিডি প্রতিদিন/আল আমীন