বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় ট্রেনে কাটা পড়ে কল্পনা রানী (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় তালোড়া রেলস্টেশন সংলগ্ন দুবড়া রেলক্রসিং এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওই নারী বগুড়ার কাহালু উপজেলার পালপাড়া গ্রামের পলাশ চন্দ্রের স্ত্রী।
তালোড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মারিফা শারমিন জানান, বুধবার বেলা ১১টার দিকে সান্তাহার থেকে পঞ্চগড়গামী সেভেন আপ (উত্তরবঙ্গ মেইল) ট্রেন তালোড়া রেলস্টেশন এলাকার দুবড়া রেল ক্রসিং অতিক্রম করছিল। এ সময় ওই নারী অসচেতনভাবে রেললাইন পার হচ্ছিলেন। এতে ঘটনাস্থলেই ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
বগুড়ার সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর