গাজীপুরের টঙ্গীতে আগ্নেয়াস্ত্রসহ নূর মির্জা আক্তার বর্ষা (২০) নামে এক নারীকে আটক করেছে র্যাব-১০ এর সদস্যরা। পরে আজ বুধবার দুপুরে ৭দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। বর্ষা কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার গুন্দরমদন গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে।
র্যাব সদস্যরা তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।
এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার উপ পরিদর্শক সাব্বির হোসেন জানান, মঙ্গলবার বিকালে অস্ত্র ব্যবসায়ী বর্ষা টঙ্গীর আউচপাড়া কলেজগেট এলাকায় মহাসড়কের পাশে অস্ত্র নিয়ে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০এর একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। পরে বর্ষাকে আটক তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল,একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। পরে মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে আটককৃত বর্ষাকে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করে র্যাব।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বর্ষাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন এবং তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার