শেরপুরের নকলা উপজেলায় তিন অবৈধ করাত কল (সমিল) মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রত্যেককে ৫ হাজার টাকা করে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ এ অর্থ দণ্ডাদেশ প্রদান করেন।
সোমবার সন্ধ্যার দিকে পৌরসভার জালালপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। উপজেলা বন বিভাগের কর্মকর্তা ওয়ালি উল্লাহ মতিন এবং পুলিশ বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতের সাথে ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ জানান, জরিমানা ছাড়াও বৈধ লাইসেন্স ছাড়া করাত কল না চালোনোর জন্য নির্দেশ দেয়া হয়েছে।এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল