বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আবারও সাময়িক স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সকালে বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল এক প্রেস বিজ্ঞপ্তিতে সম্মেলন স্থগিতের বিষয়টি জানিয়েছেন। তবে দলীয় সূত্র বলছে, দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি, সভাপতি মজিবর রহমান মজনুর করোনায় আক্রান্ত হওয়াসহ নানা কারণেই আবারো সম্মেলন স্থগিত করা হয়েছে।
এর আগে, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দিন ধার্য হয়েছিল গত বছরের ২৭ ডিসেম্বর। তবে জেলা আওয়ামী লীগ হঠাৎ করে অনিবার্য কারণ দেখিয়ে ২৬ ডিসেম্বর মধ্যরাতে সম্মেলন স্থগিত ঘোষণা করে। এই সম্মেলনে ১২ ইউনিয়ন এবং একটি পৌরসভায় ৩১ জন করে ৪০৩ জন, উপজেলা কমিটির ৬৭ জন এবং কো-আপ্ট ১৫ জন সদস্য মিলে মোট ৪৮৫ জন ভোটার ছিলেন।
বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল জানান, অনিবার্য কারণবশত শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সাময়িক স্থগিত করা হয়েছে। তবে শীঘ্রই তারিখ নির্ধারণ করা হলে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন