মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় খালের পানিতে ডুবে জাকারিয়া ইসলাম শাহাদাত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শাহাদাত উপজেলা আব্দুল্লাহপুর এলাকা দক্ষিণ আফ্রিকা প্রবাসী মো. স্বপন মিয়ার ছেলে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাইচাইল এলাকার তালতলি-ডহরি খালে এ ঘটনা ঘটে।
নিহতের নানা মনির হোসেন জানান, শাহাদাত তার মায়ের সাথে কাইচাইল এলাকায় এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিল। পরে শাহাদাত তার খালাতো ভাই সাফি ও অন্য আত্মীয়দের সাথে খালে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। এসময় সাফিরে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারলেও শাহাদাত নিখোঁজ থাকে। পরবর্তীতে শাহাদাতকে ঘণ্টাখানেক পর উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক ফাতেমা আক্তার বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ