নোয়াখালীতে বেগমগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষায় ৫০ হাজার মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে নাটেশ্বর ইউনিয়নে কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যাহ বুলু এই মাস্ক বিতরণ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান দিপুু, সহ-সভাপতি ওমর শরীফ মো. ইমরান সানিয়াত, চৌমুহনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলমসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
বিডি প্রতিদিন/এমআই