পটুয়াখালীর গলাচিপায় পানের বরজে গাঁজা চাষ করার অভিযোগে রফিকুল ইসলাম মোল্লা (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে প্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপ পুলিশ পরিদর্শক (এসআই) হাসান বশির সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পশ্চিম কাচারিকান্দা গ্রামে অভিযান চালিয়ে রফিক মোল্লার পানের বরজ থেকে চাষ করা ১৬ টি গাঁজা গাছ উদ্ধার করে এবং রফিককে আটক করে।
রাতেই রফিক মোল্লার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গলাচিপা থানায় মামলা রজু হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে উপজেলার পশ্চিম কাচারিকান্দা গ্রামের মোতাহার মোল্লার ছেলে রফিক মোল্লাকে অটক করা হয়। জিজ্ঞাবাদে কথিত মতে তার পানের বরজ থেকে পুলিশ ১৬ টি গাজা গাছ উদ্ধার করে। রফিক স্বীকার করে সে দীর্ঘদিন ধরে গাঁজা সেবন ও বিক্রি করে। এ উদ্দেশ্যেই সে বেশী লাভের আশায় নিজের পানের বরজে গাঁজা গাছ রোপন করে। শুক্রবার রফিককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল