প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনানুযায়ী কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার সকালে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পুর নেতেৃত্বে ১০ সদস্যের একটি টিম কাস্তে নিয়ে উপজেলা সদর ইউনিয়নের বেলার হাওরে যান।
সেখানে তারা কৃষক সিরাজ উদ্দিনের ৩০ শতক জমির ধান কেটে দেন তারা। কাটা শেষে মাথায় করে কৃষকের বাড়ি পৌঁছে দেয়া হয় ধান। এ সময় উপজেলা ছাত্রলীগ নেতা সুজাদ আহমদ, জীবন আহমদ কাওছার, সেলিম মিয়া,
সৌমিত্র ধর, রাজন আলী, মাছুম খান, তারেক আহমদ, ইমন রাজ, মামুন আহমদ, ফখরুল আমীন, আদিল আহমদ উপস্থিত ছিলেন।
উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পুু বলেন, জননেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের
নির্দেশনায় করোনা দুর্যোগে কৃষক ভাইদের জন্যে আমরা কাস্তে হাতে নিয়ে মাঠে নেমেছি। এটা আমাদের মানবিক দায়িত্ব। দেশের সকল সংকটে ছাত্রলীগ সবার পাশে ছিলো, আছে, থাকবেও।
বিডি প্রতিদিন/আল আমীন