লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার প্রথম দিনেই নেত্রকোনায় পরপর পৃথক দুটি সড়কে সিএনজি-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে তিনজন।
আজ রবিবার দুপুরে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা ইউনিয়নের সাকুয়া এলাকায় এবং নেত্রকোনা-কলমাকান্দা সড়কের পাগলাবাজার এলাকায় পরপর দুটি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে নেত্রকোনা সদরের সাকুয়া এলাকার দুর্ঘটনায় সিএনজি যাত্রী রাজিব আহমেদ রাজু (২৫) ও কলমাকান্দা সড়কেও সিএনজি যাত্রী অজ্ঞাত একজন নিহত হয়েছেন।
নিহত রাজু জেলা শহরের ছোটবাজার এলাকার বিমল মিয়ার ছেলে। আহত হয়েছেন ধর্মপাশা উপজেলার নুর ইসলামের ছেলে শামছু মিয়া (৫০) সিএনজি চালক নেত্রকোনা সদরের হোসেনপুর এলাকার জামরুল (২৭) ও কলমাকান্দার হরিণাকুড় গ্রামের খোকন মিয়া (৩০)।
পুলিশ ও আহতদের সূত্রে জানা গেছে, দুপুরে একটি সিএনজি নেত্রকোনা থেকে ৫ জন যাত্রী নিয়ে কলমাকান্দার দিকে যাচ্ছিলো। এসময় পাগলা বাজারে পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুজন আহত হলে তাদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে অজ্ঞাত একজনকে ডাক্তার মৃত ঘোষণা করেন। অপরদিকে ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে হোসেনপুর এলাকার চালক জামরুলের সিএনজিটি নেত্রকোনা আসছিলো।
এসময় সদরের সাকুয়া এলাকায় আসতেই বিপরীতগামী একটি পিকাপভ্যানের সাথে এটিরও মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রাজু নামের একজন নিহত হন। আহত হয়েছেন চালক সহ আরেক যাত্রী।
এ ব্যাপারে পুলিশের তদন্ত কর্মকর্তা মডেল থানার এসআই আশরাফুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিহত একজনের স্বজনেরা এসেছেন। অন্য লাশের পরিচয় পাওয়া যায়নি এখনো। আহতরা চিকিৎসা নিচ্ছেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।
বিডি প্রতিদিন/আবু জাফর