পঞ্চগড়ের বোদায় অগ্নিকাণ্ডে ৩৫ টি বাড়ি পুড়ে ছাই হয়েছে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও ব্যাপক ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। মঙ্গলবার দুপুরে বেংহারী ইউনিয়নের মানিকপীর ভক্তের বাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গ্রামের সফিকুল ইসলাম রঞ্জুর বাসা হতে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মূহুর্তের মধ্যে আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বোদা উপজেলা ও পঞ্চগড় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দুটি ইউনিট সেখানে যায়। ফায়ার সার্ভিস যাওয়ার পূর্বে ২৫টি পরিবারের বাড়িঘর আগুনে পুড়ে যায়। খবর পেয়ে বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা নির্বার্হী অফিসার সোলেমান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মমিন ও স্থানীয় চেয়ারম্যান আবুল কালাম আজাদ আবু ঘটনাস্থান পরিদর্শন করেন। তাৎক্ষণিক প্রত্যেক পরিবারের মাঝে ২০ কেজি করে চাল ও ৪টি করে কম্বল বিতরণ করা হয়।
বোদা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অসাবধানতায় এ আগুন লাগতে পারে।
বিডি প্রতিদিন/এ মজুমদার