বুধবার বগুড়ার সোনাতলা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের নির্মাণাধীন নিজস্ব ভবনে প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ইমরান হোসাইন লিখনের সঞ্চালনায় ও প্রেস ক্লাব সভাপতি নিপুন আনোয়ার কাজলের সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া -১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা,উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম মন্ডল শেফা।
বক্তব্য রাখেন অধ্যক্ষ মতিয়ার রহমান,আলোর প্রদীপের সাবেক চেয়ারম্যান এম মেহেরুল, সাংবাদিক হাবিবুর রহমান, আল মামুন, আবুল কালাম আজাদ, রিমন আহম্মেদ বিকাশ,জাহিনুর ইসলাম। পরে দোয়া অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/আল আমীন