সিলেটের বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষকালে প্রতিপক্ষের গুলিতে স্কুল পড়ুয়া এক কিশোর নিহত হয়েছেন। তার নাম সুমেল আহমদ (১৮)। সে উপজেলার দৌলতপুর ইউনিয়নের চৈতননগর গ্রামের মানিক মিয়ার ছেলে ও স্থানীয় শাহজালাল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
আজ শনিবার বিকেল ৩টা ১৫ মিনিটে চৈতননগর গ্রামের (পশ্চিমপাড়া) সড়কে মাটিকাটা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আরও তিনজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গ্রামের ভেতর দিয়ে একটি সড়ক নামা টুকের বাজার মূল সড়কে গিয়ে যুক্ত হয়েছে। সম্প্রতি এ সড়কে নিজের গোত্রের লোকজন নিয়ে মাটি কাটার কাজ শুরু করেন সাইফুল ওরফে লন্ডনি সাইফুল। আজ সড়কের পাশে গ্রামের নজির মিয়ার ধানী জমি থেকে তারা মাটি কাটতে গেলে আপত্তি করেন তিনি।
এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে সাইফুল গুলি করেন। এসময় কয়েকজন গুলিবিদ্ধ হন। এদের মধ্যে মারা যায় স্কুলছাত্র সুমেল। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সংঘর্ষে একজন নিহত হবার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ শামীম মূসা ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর