সরাসরি কৃষকের কাছ থেকে ১ হাজার ২০০ টাকা মণ দরে ধান ক্রয় করাসহ চার দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
সোমবার বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন গাইবান্ধা জেলা শাখা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশ শেষে দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রদান করা হয়।
কৃষক সংগঠনের গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি গোলাম সাদেক লেবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক আহসানুল হাবিব সাঈদ, সাধারণ সম্পাদক মাহাবুর রহমান খোকা, ডাক্তার আব্দুল জব্বার ও নারী মুক্তি কেন্দ্র জেলা সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।
বক্তারা কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়, কৃষি ঋণ মওকুফ, কৃষকদের বিনা সুদে দীর্ঘমেয়াদে পরিশোধযোগ্য ঋণ দেওয়া, প্রান্তিক চাষি ও বর্গা চাষিদের সরাসরি আর্থিক প্রণোদনা দেওয়ার দাবি জানান।
বিডি প্রতিদিন/এমআই