সুন্দরবন থেকে লোকালয়ে এসে কুকুরের তাড়া খেয়ে মারা গেছে একটি চিত্রল হরিণ। আজ সোমবার সকাল ৭টার দিকে বাগেরহাটের শরণখোলার ধানসাগর ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন পশ্চিম রাজাপুর গ্রামে এই ঘটনা ঘটে। পরে মৃত হরিণটি উদ্ধার করেছে সুন্দরবন বিভাগ।
বাগেরহাট পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা (এসও) মো. ফরিদুল ইসলাম জানান, আজ সকালের কোনো একসময় ভরাট হওয়া ভোলা নদী পার হয়ে হরিণটি বন থেকে পশ্চিম রাজাপুর গ্রামে ঢুকে পড়ে। এর পরই চার-পাঁচটি কুকুর ধাওয়া করে হরিণটিকে। বিষয়টি স্থানীয় গ্রামবাসী দেখে কুকুরের কবল থেকে বাঁচানোর চেষ্টা করতেই হরিণটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। হরিণের মৃত্যুর খবর প্রথমে সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত ভিলেজ টাইগার টিমের (ভিটিআরটি) সদস্য নিবাস হালদার তাদেরকে জানান।
পরে সেটি উদ্ধার করে সুন্দরবনের স্টেশন অফিসে নেয়া হয়। মৃত চিত্রল হরিণটি স্ত্রী প্রজাতির। এর দৈর্ঘ্য চার ফুট, উচ্চতা দুই ফুট ১ ইঞ্চি এবং ওজন প্রায় ১৬ কেজি। ধারণা করা হচ্ছে দীর্ঘ সময় কুকুরের তাড়া খেয়ে হার্ট অ্যাটাকে মারা গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নমুনা সংগ্রহ করে স্টেশন অফিস চত্বরে হরিণটি মাটিচাপা দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর