নেত্রকোনায় করোনা প্রতিরোধে স্থায়ী প্রচার কেন্দ্র স্থাপন উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় মোক্তারপাড়া মগড়া ব্রিজের পাড়ে এই প্রচার কেন্দ্রটি স্থায়ীভাবে স্থাপন করে দেন জেলা প্রশাসন।
গত বছর করোনা মহামারির শুরু থেকেই সরকারের কর্মকাণ্ডের পাশাপাশি জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো গানে গানে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। তাই শহরে প্রবেশের মুখেই এই প্রচার কেন্দ্রটি স্থাপন করা হয়। যাতে করে প্রতিদিন প্রচার-প্রচারণা অব্যাহত থাকে।
এ উপলক্ষে আজ এই প্রচার কেন্দ্রের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগের এনডিসি মো. কামরুল হাসান। এসময় প্রচারের জন্য সামাজিক ও সাংস্কৃতিক ৬টি সংগঠনের নেতৃবৃন্দের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেন উদ্বোধক।
অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের এনডিসি মো. কামরুল হাসান ও পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডি এলজি) জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদ, এডিএম মোহাম্মদ সুহেল মাহমুদ, পৌর সভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম, প্রেস ক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সম্পাদক এম মুখলেছুর রহমান, সাংবাদিক শ্যামলেন্দু পাল, রেড ক্রিসেন্টের সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু প্রমুখ।
এদিকে, নেত্রকোনায় সচেতনতা কার্যক্রম চললেও প্রতিদিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত দুইদিনে জেলায় ভারত ফেরত দুজনসহ মোট ১৬ জন আক্রান্তের খবর পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/এমআই