কুড়িগ্রামের উলিপুর উপজেলায় চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে ধরে নিয়ে গিয়ে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সংশ্লিষ্ট থানায় শিশুটির মা মামলা দায়ের করেছেন। পরে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে রবিবার রাতে আটক করে সোমবার দুপুরে জেল হাজতে প্রেরণ করে।
মামলা সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে বাড়ির পাশে ছয় বছরের একটি কন্যা শিশু অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় তাদের প্রতিবেশী মৃত ছাপাত উল্লাহর ছেলে মঞ্জু মিয়া (৬০) ওই শিশুটিকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে পাশে এক নির্জন বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকারে তার মাসহ এলাকাবাসীরা ছুটে এলে অভিযুক্ত ধর্ষণকারী পালিয়ে যায়।
পরে এ ঘটনায় শিশুটির মা রবিবার মঞ্জু মিয়াকে আসামি করে উলিপুর থানায় মামলা করেন। এরপর পুলিশ রবিবার রাতে মঞ্জু মিয়াকে আটক করে। এ ব্যাপারে উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হলে অভিযুক্তকে আটক করে সোমবার দুুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন