মানিকগঞ্জের শিবালয়ে রমজান আলী (৩০) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার শিমুলিয়া চর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রমজান আগ শিমুলিয়া গ্রামের মৃত লেবু মিয়ার ছেলে। তিনি ৯ বছরের এক কন্যা সন্তানের জনক।
শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ কবির বলেন, রমজান আলী স্ত্রী সন্তান নিয়ে ঢাকার উত্তরায় থাকতো। সেখানে তিনি একটি প্রেসে চাকরি করতেন। তার স্ত্রীও উত্তরার একটি পোশাক কারখানায় চাকরি করেন। অসুস্থ মাকে দেখার জন্য তিনি বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি আসছিলেন। আসার পথে দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যা করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানার চেষ্টা চলছে বলে তিনি জানান ।
বিডি প্রতিদিন/হিমেল