বগুড়ার কাহালু থানা পুলিশ অভিযান চালিয়ে জামগ্রাম ইউনিয়নের পানাই গ্রামের আব্দুল জোব্বার এর বসতবাড়ীর আঙ্গিনা থেকে ৫টি গাঁজার গাছ উদ্ধার করেছে। এ সময় ওই বাড়ি থেকে আব্দুল জোব্বারের পুত্র হানিফ মিয়াকে (৩০) আটক করেছে।
বগুড়ার কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন জানান, থানার পুলিশ সদস্যরা নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে বুধবার ভোরে গাঁজার গাছ উদ্ধার ও গাঁজা চাষিকে আটক করা হয়েছে। থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। উপজেলাকে মাদক, জুয়া ও অপরাধ মুক্ত করতে প্রতিনিয়ত পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আল আমীন