বগুড়ার ধুনট মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমানের ছেলে প্রকৌশলী আসিফ ইকবাল সনি। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানার স্বাক্ষরিত এক স্মারকে এতথ্য জানানো হয়।
আসিফ ইকবাল সনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য এবং ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদে রয়েছেন।
তিনি ধুনটের গোসাইবাড়ী ডিগ্রী কলেজ ও জোড়খালি মাদ্রাসার গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানের বহুতল একাডেমিক ভবন নির্মান, আধুনিক শিক্ষা ব্যবস্থা চালুসহ অবকাঠামো উন্নয়নেও অবদান রেখেছেন। তাই এই ধারাবাহিকতায় ধুনট মহিলা কলেজেও উন্নয়নের ছোঁয়া লাগানোর প্রত্যাশা করেছেন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।
বিডি প্রতিদিন/আল আমীন