টানা বর্ষণে নেত্রকোনায় বেড়েছে নদ-নদীর পানি। দিনভর টিপ টিপ বৃষ্টিতে সাধারণ মানুষের চলাচল বিঘ্নিত হলেও শুকিয়ে থাকা জলাশয়গুলোতে ফিরেছে প্রাণ। ফলে বর্ষাকালে যৌবন ফিরে এসেছে জেলার প্রধান নদীগুলোতে।
গতকাল রাত থেকে অবিরাম বর্ষণে মগড়া, কংশ, ধনু ও সোমেশ্বরীর নদীর পানি বেশ বৃদ্ধি পেয়েছে। নদীগুলোতে বইছে স্রোত। জমে থাকা কচুরিপানাসহ ভেসে যাচ্ছে আবর্জনা। অপরদিকে বৃষ্টির কারনে নিম্ন আয়ের মানুষদের বেড়েছে ভোগান্তি। দিন মজুরদের কাজকর্ম বন্ধ হয়ে পড়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ